বাবা ৫০০ টাকা লাগবে.😇
💛বাবাঃ কেনো❓
-হাতখরচের জন্য।।
পকেট থেকে বের করে দিলো!!😐
কিছু দিন পর.................
-বাবা ৩৫০ টাকা লাগবে!
❤বাবাঃ কেনো❓
-নেট রিচার্জ করব। পকেট থেকে বের করে দিলো!!
আবার.............
-💙বাবা টাকা লাগবে।
বাবাঃ কেনো❓
-বন্ধুরা সবাই পিকনিক করবো
বাবাঃ নিস পরে।।
-না না!! এখনই দাও
পকেট হাতড়ে কিছু টাকা পেলো এবং দিলো।।
-💚বাবা বই কিনতে হবে, টাকা দাও।
বাবাঃ (খুশি হয়ে) কতো লাগবে?
-২০০০ টাকা, বাড়িয়ে বললাম (বাকিটা
আমার)
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি😐 আমাদের এতো চাহিদা থাকতে নেই, তবুও তৈরী হয়ে যায় আর এই সব চাহিদা পূরন করছে একা
মানুষটি, আমার বাবা।💚 এমন অনেকবার হয়েছে বাড়ি ঢুকছি, তখন বাবা- মা কথা বলছে........... মা "ছেলেটার বই কিনে দিতে
হবে, আবার তোমার ডাক্তার দেখাতে হবে!" 😔বাবা দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে!!। 😔 কেনাকাটা করার সময় মা, বাবাকে কিছু নিতে বলে। নেয় না, শুধু বলেঃ আমার তো জামা আছে, এইটা দিয়েই চলে যাবে। 😔(যদি আমাদের জামা- কাপড়
কিনতে টাকারশর্ট পরে)😔 এতো কিছুর পরও মাঝেমাঝে খারাপ ব্যাবহার করে ফেলি❗বুঝতে পারি পরে, আসলেই বড় ভুল
করে ফেলি। "মাথার উপর একটা💛 বটগাছ আছে তো তাই বুঝি না❗ যাদের নেই তারা কষ্টটা কি বোঝে। লোকে খালি 😔মাকে
নিয়ে পোষ্ট দেয় কারণ মা জন্ম দিয়েছে বলে,কিন্তু একবারও ভেবে দেখে না যে ,জীবনে বাবার ভুমিকা কতটা! জন্ম দেওয়ার পিছনে
💛বাবাঃ কেনো❓
-হাতখরচের জন্য।।
পকেট থেকে বের করে দিলো!!😐
কিছু দিন পর.................
-বাবা ৩৫০ টাকা লাগবে!
❤বাবাঃ কেনো❓
-নেট রিচার্জ করব। পকেট থেকে বের করে দিলো!!
আবার.............
-💙বাবা টাকা লাগবে।
বাবাঃ কেনো❓
-বন্ধুরা সবাই পিকনিক করবো
বাবাঃ নিস পরে।।
-না না!! এখনই দাও
পকেট হাতড়ে কিছু টাকা পেলো এবং দিলো।।
-💚বাবা বই কিনতে হবে, টাকা দাও।
বাবাঃ (খুশি হয়ে) কতো লাগবে?
-২০০০ টাকা, বাড়িয়ে বললাম (বাকিটা
আমার)
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি😐 আমাদের এতো চাহিদা থাকতে নেই, তবুও তৈরী হয়ে যায় আর এই সব চাহিদা পূরন করছে একা
মানুষটি, আমার বাবা।💚 এমন অনেকবার হয়েছে বাড়ি ঢুকছি, তখন বাবা- মা কথা বলছে........... মা "ছেলেটার বই কিনে দিতে
হবে, আবার তোমার ডাক্তার দেখাতে হবে!" 😔বাবা দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে!!। 😔 কেনাকাটা করার সময় মা, বাবাকে কিছু নিতে বলে। নেয় না, শুধু বলেঃ আমার তো জামা আছে, এইটা দিয়েই চলে যাবে। 😔(যদি আমাদের জামা- কাপড়
কিনতে টাকারশর্ট পরে)😔 এতো কিছুর পরও মাঝেমাঝে খারাপ ব্যাবহার করে ফেলি❗বুঝতে পারি পরে, আসলেই বড় ভুল
করে ফেলি। "মাথার উপর একটা💛 বটগাছ আছে তো তাই বুঝি না❗ যাদের নেই তারা কষ্টটা কি বোঝে। লোকে খালি 😔মাকে
নিয়ে পোষ্ট দেয় কারণ মা জন্ম দিয়েছে বলে,কিন্তু একবারও ভেবে দেখে না যে ,জীবনে বাবার ভুমিকা কতটা! জন্ম দেওয়ার পিছনে
থেকে বড় হওয়া পর্যন্ত! 😟একটা দেশলাই বাক্সের গায়ে লাগানো বারুদ আর ভিতরে থাকা কাঠি যেমন উভয় উভয়ের
উপর নির্ভর করে। তেমনি বাবা মা কেউ কোনও অংশে কারও থেকে কম না...
Love ♥ you #বাবা
উপর নির্ভর করে। তেমনি বাবা মা কেউ কোনও অংশে কারও থেকে কম না...
Love ♥ you #বাবা
0 Comments
Release the comments