রিলেশনশিপে থাকা ৯০% মেয়েই একটা সময় সম্পর্ক

রিলেশনশিপে থাকা ৯০% মেয়েই একটা সময় সম্পর্ক😊😊
ব্রেকাপ করে দেয় তাদের নিজের স্বার্থের জন্য! তাদের পরিবার নাকি বিয়ে দিয়ে দেয়,
অন্য স্থানে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে তাই পরিবারের কথা ভেবেই,পরিবারের মান সম্মান রক্ষা
করার জন্যেই নাকি তারা বিয়েতে রাজি হয়ে যায় ,অন্য ছেলেকে বিয়ে করে নেয়
এবার আমার প্রশ্ন,মেয়েটি যখন পরিবারের কথা এতটাই ভাবে,পরিবারকে এতটাই সম্মান করে,তাহলে পরিবারের গোপনে কেনো একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে, একটা ছেলের জীবনকে নষ্ট করে দেয়?? ছেলেটার সব স্বপ্ন ভেঙে দেয়?? হ্যা,আপনি ভালো মেয়ে আপনি পরিবারের কথা ভাবেন,পরিবারকে সম্মান করেন! তাহলে আপনি একজন ভালো মেয়ে হয়ে কিভাবে একটা ছেলের জীবনে ধ্বংস করে দেন?? আপনি হয়তো বিয়ে করা ছেলেটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ছেলেটির পরিবারকে সময় দিতে গিয়ে ভুলে যান ছেলেটির সাথে মিশে থাকা স্মৃতিগুলোকে,কিন্তু একটা ছেলে তখন কি করে,তা একটা মেয়ে কখনো বুঝতে পারে না! বুঝতে পারেনা তার কষ্ট "
তাই সম্পর্ক টা একটু ভেবে চিন্তেই করবেন... কারন সব ছেলেই হয়তো কারো সাথে গিয়ে সম্পর্ক
করে না! হয়তো একটা সময় ঠিকি বিয়ে করে, কিন্তু তার জীবনে কতটুকু ক্ষতি হয়ে যায়, তা কখনো আপনার মতো মেয়ে বুঝতে পারবেন না কারন আপনার দরকার ভালো, টাকাওয়ালা ছেলে,
আপনার দরকার ভালো ভবিষ্যৎ, হ্যা আপনার মতো ঐ ছেলেটিরও ভবিষ্যৎ আছে। তাহলে আপনি কেনো নিজের ভবিষ্যৎ গড়তে গিয়ে অন্য একজনের ভবিষ্যৎ নষ্ট করেন??
নিজের সার্থের জন্য কারও জীবন নিয়ে খেলবেন না!!😊😊😊😎

Post a Comment

0 Comments