মধ্যবিত্ত

হ্যাঁ আমরা হলাম মধ্যবিত্ত। কিন্তু আমাদের স্বপ্নটা আমাদের মতো মধ্যবিত্ত না, আমাদের স্বপ্নে আসে বড়ো বড়ো গাড়ি, বড়ো বাড়ি করার ইচ্ছা। কিন্তু আমাদের স্বপ্নটা এটা জানে না যে আমারা মধ্যবিত্ত। এখন আমার মনে একটা প্রশ্ন জন্মালো "মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কি বড়ো স্বপ্ন দেখতে পারে না"?
হ্যাঁ আমরা তো মধ্যবিত্ত, আমরা যে কষ্টে থাকি সেটা হয়তো কোন বড়লোক বাপের ছেলে বা মেয়ে বুঝবে না, কারণ তাদের তো রেস্টুরেন্টের বিল দিতে গিয়ে টাকা কম পরে না। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা 10 টাকা দিয়ে কিছু কিনে খেতে ও ভয় করে যদি বাড়ি যাবার সময় বাসের ভাড়া না দিতে পারি,
সেই সব যাইহোক এইদিকে আবার কিছু বড়ো লোক বাপের বড়ো লোক ছেলেমেয়েদের আমাদের পোশাক দেখে হাঁসি পাই তাদের দাবি আমরা নাকি একি জামা 3 দিন করে পরি, হ্যাঁ পরি কারণ আমরা মধ্যবিত্ত।
লাষ্ট একটা কথা জানি তোরা আমাদের সাহায্য আর ভালো করবিও না চাইবি ও না।
কিন্তু আমাদের স্বপ্ন গুলোকে নিয়ে আমাদের সামনের দিকে আগাতে দে কারণ তোদের হয়তো ভাবতে হয়না কাল কি খাবো আর কি করবো কিন্তু আমাদের ভাবতে হয়, হ্যাঁ কারণ আমরা মধ্যবিত্ত।।

Post a Comment

0 Comments